২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

প্রথম সেশনেই লঙ্কানদের ‘চারশো’ পার, বাংলাদেশের প্রাপ্তি চান্দিমালের উইকেট

- Advertisement -

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন প্রথম সেশনেই চারশো রান পেরিয়ে গেছে লঙ্কানরা। লাঞ্চব্রেকের আগে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৪১১ রান। প্রথম সেশনের প্রাপ্তি কেবল সাকিব আল হাসানের দীনেশ চান্দিমালের উইকেট পাওয়া।

শনিবার ৪ উইকেটে ৩১৪ রানে দিন শেষ করা দুই ব্যাটার দীনেশ চান্দিমাল এবং ধনঞ্জয়া ডি সিলভা এদিনও শুরু থেকেই অনায়াসে খেলতে থাকেন। টাইগাররা কোনো প্রতিরোধ তো গড়তে পারেইনি, উল্টো দুজন মিলে গড়েছেন ৮৬ রানের জুটি। দুজনই তুলে নিয়েছেন ফিফটি। সাকিব আল হাসানের বলে ১০৪ বলে ৫৯ রান করে চান্দিমাল আউট হলেও অধিনায়ক ধনঞ্জয়া এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির পথে। লাঞ্চব্রেকের আগ পর্যন্ত তিনি অপরাজিত আছেন ১০৮ বলে ৭০ রান করে। কামিন্দু মেন্ডিস করেছেন ৪১ বলে অপরাজিত ১৭ রান।

বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে এখন পর্যন্ত দুইটি করে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান এবং হাসান মাহমুদ। প্রথম সেশনে লঙ্কানরা তুলেছে ৯৭ রান, হারিয়েছে মোটে এক উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img