প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ১৪ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরে প্রথম ওভারেই উইকেট নিয়ে ভালো শুরু এনে দেন তাসকিন আহমেদ। তবে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের উল্লাসের মুহুর্ত ছিল ঐটুকুই। এরপরের গল্পটা পাকিস্তানের দুই ব্যাটার সাইম আইয়ুব ও শান মাসুদের।
টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিন পরে টেস্টে ফেরা তাসকিনের হাতে নতুন বলটা তুলে দেন তিনি। অধিনায়কের আস্থার প্রতিদান দারুণভাবে দিয়েছেন ঢাকা এক্সপ্রেস। প্রথম ওভারের শুরুর ৫টা বল আউট সুইং করিয়েছেন, শেষের বলে ইনসুইংয়ে বোকা বানিয়েছেন আব্দুল্লাহ শফিককে। তাতেই বাংলাদেশ পায় প্রথম ব্রেক থ্রু।
তিন নম্বরে উইকেটে আসার পর আরেক ওপেনার আইয়ুবকে নিয়ে প্রতিরোধ গড়েন মাসুদ। প্রথমে একটু সময় নিয়েছেন। এরপর যত সময় গড়িয়েছে ততই সাবলীল ব্যাটিং করেছেন পাকিস্তান অধিনায়ক। রাওয়ালপিন্ডিতে প্রথম সেশনে ওয়ানডে স্টাইলে ব্যাট করে ফিফটি তুলে নিয়েছেন তিনি। ৫৬ বলে অর্ধশতক পূর্ণ করেন মাসুদ।
পাকিস্তান অধিনায়ক ওয়ানডে স্টাইলে ব্যাট করলেও অন্যপ্রান্তে সাবধানী ছিলেন আইয়ুব। হাসান মাহমুদ-নাহিদ রানাদের বাজে বলের অপেক্ষা করেছেন, সেটি পেলেই মেরেছেন বাউন্ডারি। প্রথম সেশনে পাকিস্তানের ইনিংসের ছক্কা দুটিও এসেছে তার ব্যাট থেকেই।
দিনের শুরুতে উইকেট থেকে তাসকিন-হাসানরা সুইং আদায় করে নিতে পারলেও পরে সেটা আর করতে পারেননি। সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন সাইম-মাসুদ। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৯৯ রান। মাসুদ অপরাজিত আছেন ৫৩ রানে, আইয়ুবের সংগ্রহ অপরাজিত ৪৩ রান।