২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

- Advertisement -

প্রথম ১০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৮ রান। অজিদের হয়ে দুইটি উইকেটই পেয়েছেন জস হ্যাজলউড। শনিবার চতুর্থ টি-টোয়েন্টিতেও টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়া দলে দুইটি পরিবর্তন থাকলেও, অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামে টাইগাররা।

শনিবার বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করতে নামেন দুই ওপেনার সৌম্য সরকার এবং মোহাম্মদ নাইম শেখ। পুরো টুর্নামেন্টেই ওপেনিংয়ে ভালো সূচনা এনে দিতে পারেননি সৌম্য-নাইম, তাদের  সর্বোচ্চ জুটিটি হয়েছে ১ম টি-টোয়েন্টিতে; ১৫ রানের। নাইম ১ম টি-টোয়েন্টিতে ৩০ রান করলেও, সৌম্য  কোনো ম্যাচেই পারেননি ২ রানের গন্ডি পেরোতে। এরপরেও চতুর্থ টি-টোয়েন্টিতে তাদের উপরেই আস্থা রেখেছে ম্যানেজম্যান্ট।

কিন্তু চতুর্থ টি-টোয়েন্টিতেও সৌম্য পারেননি আস্থার প্রতিদান দিতে। ৮ রান করেই ফিরেছেন প্যাভিলিয়নে। তৃতীয় ওভারে টার্নারকে একটা ছক্কা হাকালেও পরের ওভারেই হ্যাজলউডের করা অফস্ট্যাম্পের বাইরের শর্ট লেংথ বলটাকে পুল করতে গিয়ে  ক্যাচ তুলে দিয়েছেন কাভারে দাড়ানো ক্যারির হাতে। প্রথম দুই ওভারেই ২১ রান তোলা বাংলাদেশ পাওয়ারপ্লের ছয় ওভার শেষে স্কোরবোর্ডে তুলতে পেরেছে ১ উইকেট হারিয়ে ৩০ রান।

পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ছন্দে থাকা সাকিবকেও এখন অব্দি দেখা যায়নি পুরোনো ছন্দে। দলের স্কোরবোর্ডেও পরেছে এর প্রভাব। ১০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৮ রান। ২৬ বলে ১৫ রান করে ড্রেসিং রুমে ফিরেছেন সাকিব। ২১ রানে অপরাজিত নাইম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img