ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। চলতি মৌসুমে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন অ্যাটাকিং এ মিডফিল্ডার।
সেরা হওয়ার পথে ফোডেন পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটি সতীর্থ আর্লিং হালান্ড, নিউক্যাসলের আলেক্সান্দার ইসাক, আর্সেনালের মার্টিন ওডেগার্ড ও ডেকলান রাইস, চেলসির কোল পালমার, লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিন্সকে। গত বছরে এই পুরস্কার জিতেছিলেন হালান্ড। যেটি ছিল প্রিমিয়ার লিগে নরওয়েজীয় তারকার প্রথম মৌসুম।
চলতি মাসে এটি ফোডেনের দ্বিতীয় পুরস্কার। এর আগে ইংল্যান্ডের ফুটবল লেখক সমিতির বর্ষসেরা খেলোয়ার নির্বাচিত হয়েছিলেন তিনি।
এই মৌসুমে ফোডেন ৩৪ লিগ ম্যাচ খেলে মোট ২৫ গোলে সরাসরি অবদান রেখেছেন। নিজে ১৭ বার প্রতিপক্ষের জালে জড়িয়েছেন বল, আর সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৮টি। লিগে মাঠে ছিলেন মোট ২৭৮০ মিনিট। এই সময়ে মাত্র ২টি হলুদ কার্ড দেখেছেন সিটি মিডফিল্ডার। এতেই বোঝা যায় মৌসুমজুড়ে কতটা শৃঙ্খল ছিলেন তিনি।
এই মৌসুমে প্রায় অনেকটা সময় মাঝমাঠের পাশাপাশি উইংয়েও খেলেছেন ফোডেন। দলের অন্যতম তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা মাঠের বাইরে ছিলেন অনেকদিন। এই সময়ে কেডিবির অভাব বুঝতেই দেননি ফোডেন।
রবিবার মৌসুমের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে হারালেই টানা চতুর্থবারের মতো লিগ ট্রফি ঘরে তুলবে পেপ গার্দিওলার দল।