২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

প্রোটিয়া জার্সিতে আর ফিরছেন না ভিলিয়ার্স

- Advertisement -

অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন হঠাৎ, তাই অবসরটা আচমকা কোনো ঝড়ের মতোই আঘাত হেনেছে ভক্ত সমর্থকদের হৃদয়ে, তেমনি নাড়িয়ে দিয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেটের ভীত। তবুও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিলিয়ার্স ফিরবে্‌ এমনটাই ছিল গুঞ্জন। শুধু গুঞ্জন না, ভিলিয়ার্স নিজেও জানিয়েছিলেন, তিনি খেলতে চান। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার।

অপেক্ষা,শেষ হলো। ঘোষণা এলো। তবে সেটা ভক্ত সমর্থকদের হৃদয় আরেকবার ভাঙ্গার মতোই। সাউথ আফ্রিকা জার্সিতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভিলিয়ার্স। সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা শেষে সিদ্ধান্ত এসেছে এমনটাই। পূর্বের সিদ্ধান্তেই বহাল থাকছেন ভিলিয়ার্স, ফিরছেন না প্রোটিয়া জার্সিতে।

‘ভিলিয়ার্সের সাথে আলোচনা শেষ হয়েছে এমন অবস্থায় যেখানে তিনি তার আগের সিদ্ধান্তেই বহাল থাকতে চান।’

আইপিএলের স্থগিত হয়ে যাওয়া আসর চলকালীন সাউথ আফ্রিকার হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলে ভিলিয়ার্স। বলেছিলেন, সাউথ আফ্রিকার হয়ে আবার মাঠে নামা হবে অসাধারণ। এমনকি বাউচারের সাথে তার কথাও নাকি হয়েছিল।  ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। স্বাভাবিকভাবেই এসেছে ভিলিয়ার্সের অবসর থেকে ফেরা নিয়ে সিদ্ধান্তের কথা। যেখানে শুধুই সমর্থকদের স্বপ্ন ভঙ্গের বেদনা।

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াড : ডিন এলগার (অধিনায়ক), ভিয়ান মুল্ডার, অ্যানরিখ নরকিয়া, কীগান পিটারসন, কাগিসো রাবাদা, র‍্যাসির ফন ডার ডুসেন, কাইল ভেরেইন, লিজাড উইলিয়ামস, কুইন্টন ডি কক, সারল এরউই, বিউরান হেনড্রিকস, জর্জ লিন্ড, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, এইডেন মারক্রাম, তাবরেজ শামসি, প্রেনেলান সুব্রাইয়েন, মার্কো ইয়ানসেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরের  টি-টোয়েন্টি স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, র‍্যাসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইন, , এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, অ্যান্ডিলে ফেহশুকাইয়ো, লিজাড উইলিয়ামস, কুইন্টন ডি কক, বিউরান ফরটান, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ড, সিসান্ডা মাগালা, ইয়ানেমান মালান।

আয়ারল্যান্ড সফরের স্কোয়াড : টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, কেশব মহারাজ,  লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, অ্যান্ডিলে ফেহশুকাইয়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা,  ডেভিড মিলার, ফন ডার ডুসেন, কাইল ভেরেইন, লিজাড উইলিয়ামস, তাবরেজ শামসি, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ড, সিসান্ডা মাগালা, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img