১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতে ফিল্ডিংয়ে সাকিবের কলকাতা

- Advertisement -

ফাইনালে একটা পা দিয়েই রেখেছে দুই দল; শুধু ব্যবধান মাত্র একটা জয়ের। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সেই জয়ের লক্ষ্যেই মাঠে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লী ক্যাপিটালস। এত বড় ম্যাচে টসটা সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর, গুরুত্বপূর্ণ সেই সময়ে এসেই টসে জিতলেন ইয়ন মরগান; ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা নিতে দেরী করলেন না ইংলিশ অধিনায়ক।

টস শেষে দলে কোনো পরিবর্তন আছে কি না এই প্রশ্নটা যখন মরগানের সামনে, তখন বাংলাদেশের কোটি কোটি ক্রীড়াপ্রেমির হৃৎপিন্ডে কম্পন। কিন্তু, কোটি কোটি সমর্থককে নিরাশ করেনি কলকাতা। দিল্লীর বিপক্ষে একাদশেও আছেন সাকিব; দলে আসেনি কোনো পরিবর্তন। আন্দ্রে রাসেল খেলার জন্য ফিট থাকলেও, গত তিন ম্যাচে সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সকেই এগিয়ে রেখেছে কেকেআর।

কলকাতা নাইট রাইডার্স দল

শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনীল নারিন, শিভম মাভি, লোকি ফার্গুসন, বরুন চক্রবর্তী।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img