২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ফাইনালে প্রথম ইনিংসে নেই কোনো অর্ধশতক, সর্বোচ্চ ৩৫

- Advertisement -

সিলেটে ওয়ানডে ফরম্যাটে চলছে ইনডিপেন্ডেন্স কাপ, ফাইনালে বিসিবি সাউথ জোনের মুখোমুখি ওয়ালটন মধ্যাঞ্চল। টসে হেরে ব্যাটিংয়ে জাকির হাসানের দক্ষিণাঞ্চল, ৪৮.৫ ওভারে দলীয় সংগ্রহ সব উইকেট হারিয়ে ১৬৩। পুরো ইনিংসে অর্ধশতক নেই একটাও, দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন ওপেনার পিনাক ঘোষ।

শুরুটা ভালোই করেছিল দক্ষিণাঞ্চল, প্রথম উইকেট জুটিতেই এসেছিল ৫১ রান। ব্যক্তিগত ২০ রানে এনামুল হক বিজয় ফিরে গেলে শুরু হয় যাওয়া আসার মিছিল। পঞ্চাশে কোনো উইকেট না হারানো দল একশো পেরোতেই হারায় চার উইকেট। পিনাকের ৩৫, বিজয়ের ২০ ছাড়া জাকির হাসানের ব্যাট থেকে এসেছে ১৪, তৌহিদ হৃদয় ফিরেছেন শূন্যতেই।

অমিত হাসান আর নাহিদুল ইসলামের ব্যাটে তখন ঘুরে দাড়ানোর চেষ্টায় দক্ষিণাঞ্চল। কিন্তু, সকলকে নিরাশ করে ২৯ রানেই প্যাভিলিয়নের পথে অমিত, মাহেদি হাসান ২ আর ফরহাদ রেজা ৭ রানে আউট হলে সব দায়িত্ব এসে পড়ে নাহিদুলের কাঁধে। তিনি নিরাশ করেছেন বলা যাবে না, দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করে ফিরেছেন সাজঘরে। মধ্যাঞ্চলের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন, নাজমুল অপু, সৌম্য সরকার, হাসান মুরাদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img