২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ফের লঙ্কান শিবিরে ইনজুরির হানা, ছিটকে গেলেন হাসারাঙ্গা

- Advertisement -

ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডের আগে আরও এক দুঃসংবাদ পেল লঙ্কানরা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে সিরিজে থেকে ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে বলা হয়, প্রথম ওয়ানডেতে নিজের ১০তম ওভারের শেষ বলটি করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন হাসরাঙ্গা। পরে এমআরআই করার পর চোট নিশ্চিত হয় এই স্পিনারের। হাসারাঙ্গার বদলে দলে জায়গা পেয়েছেন ৩৪ বছর বয়সী জেফরি ভ্যান্ডারসে। সিরিজের পরবর্তী দুটি ম্যাচে লঙ্কানদের টি-টোয়েন্টি অধিনায়কের জায়গায় খেলবেন তিনি।

হাসারাঙ্গার আগে টি-টোয়েন্টি সিরিজে চোটের কারণে খেলতে পারেন নি দুই তারকা পেসার দুষ্মন্ত চামিরা ও নুয়ান থুসারা। ব্রঙ্কাইটিস এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে বাদ দেওয়া হয়েছিল চামিরাকে। অনুশীলনের সময় আঙ্গুল ভেঙে সিরিজের বাইরে থুসারা। সিরিজের প্রথম ম্যাচের আগেই চোটের কারণে বাদ পড়েছেন মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশঙ্কাও। বাদ পড়েছেন ওয়ানডে সিরিজ় থেকেও। এবার ইনজুরির কারণে পঞ্চম খেলোয়াড় হিসেবে বাদ পড়লেন হাসারাঙ্গা।

দলের গুরুত্বপূর্ণ পাঁচ জনকে বাদ রবিবার কলম্বোতে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img