চলতি বছরের মে থেকে ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে তিন দল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ছাড়াও তালিকায় আছে বাংলাদেশের নাম। ইতোমধ্যেই তিন সিরিজেরই সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। তা থেকেই নিশ্চিত হওয়া গেছে, ২২ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন সংস্করণেই সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
শুরুতেই অ্যান্টিগায় হতে পারে প্রস্তুতি ম্যাচ। এরপর সেখানেই প্রথম টেস্ট, সিরিজের দ্বিতীয় টেস্ট টাইগাররা খেলবে জ্যামাইকায়। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটস ও নেভিসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।
এর আগে সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল টাইগাররা। সেবার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ।