সেন্ট লুসিয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ১০৪ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অথচ আগের তিন ম্যাচে আফগানদের প্রতিপক্ষের দলগত রানও একশো হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার যেন আফগানদের ফিরিয়ে নিয়ে গেলো এক যুগ আগে, সেই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১১৬ রানে হেরেছিল দলটা।
সুপার এইট নিশ্চিত হয়েছে আগেই। শেষ ম্যাচটা ছিলো শুধুই আনুষ্ঠানিকতা। তবে এমন বড় ব্যবধানে হার যেকোনো দলকেই ভাবাতে পারে। আফগানিস্তান যদিও তার বিপরীত। দলটার অধিনায়ক রশিদ খান বলছেন, সামনের দিনগুলোর চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নেবে আফগানিস্তান।
“আমরা যেটা চেয়েছিলাম, সুপার এইটে উঠতে পেরেছি। সামনে ভিন্ন ধরনের উইকেট আসছে। আমরা এর সঙ্গে মানিয়ে নিতে পারব। আমাদের জন্য ভালো হয়েছে যেই এই পর্যায়ে হারটা এসেছে, কোনো বাঁচা-মরার লড়াইয়ে নয়। এই ম্যাচ থেকে ফিল্ডিং, মাঝের ওভারের বোলিং, নুর আহমেদের স্পেলের মতো ইতিবাচক বিষয়গুলো নেব।” – ম্যাচ শেষে রশিদ খান
সুপার এইটে আফগানিস্তানের গ্রুপে বাংলাদেশ, ভারত এবং অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে শেষ আটের প্রথম ম্যাচ খেলবে রশিদের দল।