২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বর্ণবিদ্বেষের অভিযোগ আংশিক মেনে ক্ষমা চাইলেন বাউচার

- Advertisement -

মার্ক বাউচারের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ তুলেছিলেন তারই সতীর্থ পল অ্যাডামস। প্রোটিয়া কোচ সেই অভিযোগ মেনে নিয়ে ক্ষমাও চেয়েছেন। বাউচারের ভাষ্য, তার খেলোয়াড়ি দিনগুলোতে সাউথ আফ্রিকার ড্রেসিংরুমের পরিবেশ ছিল আপত্তিকর। তবে আপন অপরাধের কারণ হিসেবে অভিজ্ঞতা এবং সচেতনতার অভাবকে দায়ী করেছেন বাউচার।

তবে তার ওপর ওঠা অভিযোগের প্রেক্ষিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন বিল্ডিং (এসজেএন) কমিটিকে ১৪ পৃষ্ঠার হলফনামা জমা দিয়েছেন বাউচার। শুনানি শেষে দ্বিতীয় দফায় সম্পূরক হলফনামা জমা দিতে চান তিনি। পলের ভাষ্য, ড্রেসিংরুমে তাকে ডাকা হতো ‘বাদামী বিষ্ঠা’ বলে। তবে বাউচার আত্মপক্ষ সমর্থনে বলেছেন, এমন কাজে তার অংশগ্রহণ সামন্যই ছিল।

“আমি তাকে ওই নাম দেইনি। তবে আমি এমন একটি গ্রুপের অংশ ছিলাম যেখা্নে অ্যাডামসকে ‘বাদামী বিষ্ঠা’ ডাকা হতো।  সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে আপত্তিকর ডাকনাম ব্যবহার করা বা গান গাওয়ায় আমার যে ভূমিকা ছিল, এর জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী” – অভিযোগ প্রসঙ্গে বাউচার

আমেরিকান কৃষ্ণাজ্ঞ জর্জ ফ্লয়েড হত্যার পর থেকে বর্ণবাদের বিরুদ্ধে সরব গোটা বিশ্ব। ক্রীড়াক্ষেত্রেও পড়েছে তার প্রভাব। ম্যাচে আগেই হাটু গেড়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান খেলোয়াড়-অফিশয়ালরা। তবুও নিয়মিতই শোনা যায় বর্ণবিদ্বেষের খবর।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img