কেপটাউনে চলছে সাউথ আফ্রিকা বনাম ভারত তৃতীয় ওয়ানডে। দীপক চাহারের বলে রিশভ পান্থকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১ রানে আউট হয়ে মন খারাপ করে যখন ড্রেসিং রুমে ফিরেছেন ইয়ানেমান মালান, তখনই এলো খবরটি, যা তাঁর মন ভালো করে দিতে বাধ্য।
আইসিসি ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার ২০২১ নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার এই ২৫ বছর বয়সী ব্যাটার। বছরের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ উঠতি ক্রিকেটারকে এই পুরস্কার দেওয়া হয়।
Two centuries and three fifties of sheer class in 2021 gives 25-year-old Janneman Malan the ICC Emerging Men’s Cricketer of the Year award 👏 pic.twitter.com/izRSeEeKGr
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 23, 2022
গতবছরটি মালানের অসাধারণই গিয়েছে। সব ফরম্যাট মিলিয়ে ১৭ ম্যাচে ৭১৫ রান করেছেন ৪৭.৬৬ স্ট্রাইক রেটে। দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি আছে।
২০১৯ সালে অভিষেক হলেও দলে নিয়মিত ছিলেননা মালান। ২০২১ এ দলে লম্বা সময়ের প্রতিশ্রুতি নিয়ে আসেন এবং নিজের জায়গা পাকা করে ফেলেন একের পর এক ইনিংস দিয়ে।