গত সোমবার নিজেদের ঘরের মাঠে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামেছিল সিলেট সানরাইজার্স। রবি বোপারার নেতৃত্বাধীন সেই ম্যাচে তাঁরই বিরুদ্ধে উঠেছিল বল টেম্পারিংয়ের অভিযোগ। ফলে, পাঁচ রান জরিমানাও গুনতে হয়েছিল তাদেরকে। তবে সিলেট সানরাইজার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ কুদরত-ই-ইবতিহাজের দাবী, সেটি নাকি নাকল বল ছিল! এছাড়াও, তিনি মুখ খুলেছেন অধিনায়কত্বের পরিবর্তন নিয়েও।
“আমি পরে জানতে পেরেছি যে, এটা হচ্ছে নাকল বোলিং। বিসিবির টিম ম্যানেজমেন্ট, রেফারি যারা আছেন ওনারা সিদ্ধান্ত নিয়ে এটার ব্যাপারে যেই নিয়ম আছে ভবিষ্যতে সেভাবেই বিষয়টা দেখবেন”-জানিয়েছেন ইবতিহাজ
সিলেটের অধিনায়ক বোপারা
মোসাদ্দেক সৈকতকে সরিয়ে রবি বোপারাকে দলের ভার দেয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “মোসাদ্দেক নিজের পারফরম্যান্সের ব্যাপারে বেশি খেয়াল রাখতে চাইছিল বলেই সে শেষ মুহূর্তে রবি বোপারাকে অধিনায়ক হতে বলেছে। কোচ ও মোসাদ্দেক মিলেই এই সিদ্ধান্তটা নিয়েছে যে, বোপারাই অধিনায়কত্ব করবে।”