শাহিন আফ্রিদি, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি উচ্চারিত বাঁহাতি পেসার মূলত এরাই। তবে, এদের সবাইকে যিনি টেক্কা দেন তিনি মুস্তাফিজুর রহমান। পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক ফর্ম, দুয়েতেই বর্তমান বিশ্বের সেরা বাঁহাতি পেসারদের মধ্যে একজন মুস্তাফিজুর। পেস বোলিংয়ে সম্প্রতি আরেকজন যোগ্য সাথী জুটেছে মুস্তার, তিনিও বাঁহাতি শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টিতে মুস্তাফিজ
ম্যাচ ৫২
উইকেট ৭৬
ইকোনোমি ৭.৪৮
গড় ১৮.৬৫
মুস্তাফিজের পরিসংখ্যান যা বলছেনা তা হলো, বর্তমানে খেলছে এমন বোলারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ উইকেট দ্য ফিজের। পেসারদের মধ্যে তারচেয়ে বেশি উইকেট নিয়েছেন শুধু টিম সাউদি। বাঁহাতি পেসারদের মধ্যে উইকেট নেওয়ায় তিনিই সেরা। সাম্প্রতিক ফর্মেও মুস্তাফিজ আশা জাগাচ্ছেন। সর্বশেষ এক বছরে মুস্তাফিজ ১১ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। ইকোনোমি রেটও অবশ্বাস্য, ছয়ের কম।
টি-টোয়েন্টিতে শরিফুল
ম্যাচ ১১
উইকেট ১৭
ইকোনোমি ৭.৯৭
গড় ১৭.৩৫
মুস্তাফিজের সাথে খেলে সেরাটাই শিখছেন অনুজ শরিফুল ইসলাম। বাউন্সারে পটু শরিফুল কাটার মাস্টারের কাছেই কাটার আর স্লোয়ারটা রপ্ত করেছেন। দুই পেসারই নিয়মিত থাকেন বাংলাদেশের একাদশে। ডেথ ওভারে মুস্তাফিজের স্লোয়ার আর শরিফুলের বাউন্সার-ওয়য়াইড ইয়র্কারে নাস্তানাবুদ হন ব্যাটাররা। দুই বাঁহাতির এই জুটিতে বাংলাদেশও তাই অল্পতেই বেঁধে ফেলতে পারে প্রতিপক্ষকে।
একজন মানসম্মত বাঁহাতি পেসারই যখন অনেক দলের জন্য আরাধ্য, তখন বাংলাদেশ নিয়মিত একাদশেই পাচ্ছে দুজনকে। বিশ্বকাপ এই জুটির প্রমানের মঞ্চ। নিজেদের প্রতিভা বিশ্বকাপে পুরোপুরি বিকশিত করতে পারলে এক বাক্যে পুরো দুনিয়াই মেনে নিবে, বাঁহাতি পেস বোলিংয়ে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ।