২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বাংলাদেশি ক্রিকেটারদের দলে চায় আমেরিকা

- Advertisement -

ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর থেকেই নিজেদের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা করে যাচ্ছে আমেরিকা। সেই লক্ষ্যে কাজ করতে গিয়ে তারা একসময় তারা দলে ভিড়িয়েছিলো ভারতের উন্মুখ চাঁদ, পাকিস্তানের সামি আসলাম এবং নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের মতো ক্রিকেটারদের। আমেরিকান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হাসান তারেক জানিয়েছেন, এবার নাকি বাংলাদেশ থেকেও তরুণ ক্রিকেটার নিতে চায় আমেরিকা!

“আমাদের দলে উন্মুখ চাঁদ, সামি আসলাম, কোরি অ্যান্ডারসনের মতো খেলোয়াড়রা খেলে গেছেন। আমরা বাংলাদেশ থেকেও খেলোয়াড় নিতে আগ্রহী। জাতীয় দলের বাইরে থাকা যেসব ক্রিকেটার ভালো করছেন, তাঁদেরকে স্পন্সর করে আমাদের দেশে নিয়ে আসতে চাই”-গণমাধ্যমকে জানিয়েছেন তারেক

গণমাধ্যমে কথা বলেছেন হাসান তারেক

নিজেদের ক্রিকেটকে সম্প্রসারণের লক্ষ্যে গত দেড় বছরে ক্রিকেট খেলুড়ে বিভিন্ন দেশ থেকে চল্লিশজন ক্রিকেটার নিয়েছে আমেরিকা। তবে অভিজ্ঞ কিংবা বেশি বয়সী ক্রিকেটার নয়; কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেই বয়সে নবীন ক্রিকেটারদের উপরেই পাখির চোখ রাখতে চান তারেক, “আমাদের লক্ষ্য ১৯-২৭ বছর বয়সী ক্রিকেটারদের নেয়া। কারণ, আমেরিকা জাতীয় দলে খেলার জন্য ত্রিশ মাস সময় লাগে। যদি ৩৫ বয়সের খেলোয়াড়দের নিলে তাঁরা ২-৩ বছরের মধ্যেই অবসরে যাবেন।“    

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img