ভয় যেটা ছিল, ইনিংসের শুরু থেকেই নাঈম শেখ এবং সৌম্য সরকারের পেসে অস্বস্তি; মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলহুডের সামনে অসহায় মনে হয়েছে বাংলাদেশের দুই ওপেনারকে। চতুর্থ ওভারে হ্যাজেলহুডের বলে উইকেট থেকে সরে খেলতে গিয়ে বোল্ড সৌম্য সরকার, ফিরেছেন ৯ বলে ২ রান করে। তবে পঞ্চম ওভারে স্টার্কের বলে নাঈম শেখের ছয় ততক্ষণ পর্যন্ত ‘মোমেন্ট অব দ্য ম্যাচ’।
প্রথম ছয় ওভারে বাংলাদেশ তুলেছে ১ উইকেটে ৩৩ রান। বোলিংয়ে অস্ট্রেলিয়ার শুরুটা করেছিলেন স্টার্ক, দ্বিতীয় ওভারে জাম্পা; পাওয়ার প্লের ছয় ওভারে অস্ট্রেলিয়া ব্যবহার করেছে ৪ বোলার। এই সময়টায় বাংলাদেশ ইনিংসে সবচেয়ে বেশি অবদান নাঈম শেখের; ২৬ বলে করেছেন ২৮ রান।
সপ্তম ওভারের পঞ্চম রিভার্স সুইপ করতে গিয়ে ব্যর্থ নাঈম, প্যাভিলিয়নে ফিরেছেন জাম্পার বলে। ব্যাটিং অর্ডারে চারে নেমছেন মাহমুদউল্লাহ্ রিয়াদ। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৭।
মিরপুরে অস্ট্রেলিয়ার সাথে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অজি ক্যাপ্টেন ম্যথু ওয়েড টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। জিম্বাবুয়ে সিরিজের তিন ম্যাচে টস হারার পর অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচেও টস হারলেন রিয়াদ।