৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা

- Advertisement -

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে এসেছে তিনটি পরিবর্তন;  ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা মিডল-অর্ডার বাঁহাতি ব্যাটসম্যান ইমাম-উল-হক।  অফ-স্পিনার বিলাল আসিফকে নেয়া হয়েছে ইনজুরি আক্রান্ত ইয়াসির শাহ্‌র পরিবর্তে। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আবারও দলে ডাক পেয়েছেন কামরান গুলাম।

দল নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে পাকিস্তান দলের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম জানিয়েছেন, “টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে আমরা খেলোয়াড় নির্বাচন করেছি। প্রতিপক্ষের শক্তিমত্তা এবং কন্ডিশনের কথা মাথায় রেখেই এই দলটি সাজানো হয়েছে।”

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে চট্টগ্রামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। ঢাকায় দ্বিতীয় এবং শেষ টেস্ট ৪ ডিসেম্বরে।

 

পাকিস্তান স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজহার আলি, আবিদ আলি, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সাউদ সাকিল, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলি, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলি, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি, জাহিদ মাহমুদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img