২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বাংলাদেশের বিমান ফের আকাশে ওড়ালেন ইবাদত

- Advertisement -

বিমানবাহিনীর জওয়ান ছিলেন, সেখান থেকে পেসার হান্ট হয়ে জাতীয় দলে। খুব যে ভালো করছিলেন তা নয়, ১০ টেস্ট পর তো বিশ্বের সবচেয়ে খারাপ গড়ের বোলারই ছিলেন। তবে সৈনিক তাঁর ডিউটি ভোলে না, প্রমাণ করলেন ইবাদত হোসেন। মাউন্ট মঙ্গানুইয়ের যুদ্ধক্ষেত্রে যখন কুলদিশাহীন টাইগার বাহিনী। নিজের যুদ্ধবিমান নিয়ে ইবাদত শুরু করলেন গোলাবর্ষণ!

শেষ বিকেলে ইবাদতের চার উইকেটের কল্যাণে বের হয়ে যেতে থাকা ম্যাচের লাগাম আবারো ফিরে পেয়েছে বাংলাদেশ। ১৪৭/৫ রানে দিনশেষ করেছে নিউজিল্যান্ড। লিড পেয়েছে মাত্র ১৭ রানে। ড্র ছাপিয়ে বাংলাদেশের দিগন্তে জয় উঁকি দিচ্ছে উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে।

পুরো তিনদিন ম্যাচ বাংলাদেশের হাতে থাকার পর চতুর্থদিনের বিকেলে এসে নিউজিল্যান্ডের হাতে চলে যাচ্ছিলো ম্যাচের লাগাম। বলা যায় বাংলাদেশই তুলে দিচ্ছিলো। একাধিক ক্যাচ মিস, হাফ চান্স মিস, রান আউট মিস, বাজে রিভিউ- লাঞ্চের পর দুটি উইকেট পড়েছিলো কিন্তু নিউজিল্যান্ডের দুই ব্যাটার রস টেলর ও উইল ইয়ং জেঁকে বসেছিলেন ক্রিজে। ৭৩ রানের জুটি গড়েছিলেন।

৫৪তম ওভারে এলেন ইবাদত, যিনি এর আগেও ডেভন কনওয়ের উইকেট নিয়েছেন এবং সারাদিন ভালো বোলিং করেছেন। এরপর কি একটা ওভার করলেন! এক বলের ব্যবধানে উইল ইয়ং ও হেনরি নিকোলসের উইকেট ছত্রখান! এক ওভারের মধ্যে পুরো ম্যাচের মোড় বাংলাদেশের দিকে ঘুরিয়ে দিয়েছেন এই পেসার। দিন শেষ করেছেন ৩৯ রানে ৪ উইকেট নিয়ে!

১ম ইনিংসে ১৭৬.২ ওভার ব্যাটিং করেছে টাইগাররা

এর আগে সকালের সেশনে দুই টাইগার ব্যাটার ইয়াসির আলী রাব্বি ও মেহেদী মিরাজ যথেষ্ট স্বাচ্ছন্দ্যে খেলছিলেন। বেশি স্বচ্ছন্দ ছিলেন মিরাজ। ক্ল্যাসিক সব ড্রাইভের সাথে কিছু আক্রমণাত্নক শট খেলে লিড বাড়ানোর চেষ্টা করছিলেন। ইয়াসির ছিলেন সহযোগী ভূমিকায়। তবে ফিফটির ৩ রান আগে টিম সাউদির আউটসুইঙ্গারে উইকেট বিলিয়ে আসেন মিরাজ। খানিক্ষণ পর ইয়াসিরও জেমিসনের বলে আউট হন ২৬ রানে। লেজ মুড়ে দিতে বেশি সময় লাগেনি কিউই বোলারদের। ৪৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img