২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু চার অক্টোবর

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১৭ অক্টোবর থেকে, বিশ্বকাপের প্রথম পর্বেই ওমানে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশে। বিশ্বকাপে ভালো করার লক্ষ্যে চার অক্টোবরই ওমানের বিমানে উঠবে বাংলাদেশ দল। ওমানে কন্ডিশনিং ক্যাম্প শেষে দুবাইতে টাইগাররা প্রস্তুতি ম্যাচও খেলবে।

ছবিঃ বিসিবি
ছবিঃ বিসিবি

বিসিবি প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন বিশ্বকাপ শুরুর বেশকিছুদিন আগেই ওমানে যাবে বাংলাদেশ দল। বৃহস্পতিবার বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন বিশ্বকাপ শুরুর প্রায় সপ্তাহ দুইয়েক আগেই ৪ অক্টোবর ওমানে যাবে টাইগাররা। বিশ্ব আসর শুরুর আগে দুইটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল। দুই প্রস্তুতি ম্যাচের একটি হবে শ্রীলংকার বিরুদ্ধে এবং আরেক দলের নাম এখনো জানা যায়নি।

 

আকরাম খান এদিন জানিয়েছেন, “আমরা চার অক্টোবর ওমানে যাবো। সেখানে ট্রেনিং করব। ওমান থেকে দুবাইয়ে এসে প্রস্তুতি ম্যাচ খেলবো। আইসিসির সূচি অনুযায়ী আমরা দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবো, একটি দল শ্রীলংকা এবং আরেকটি দেখতে হবে”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img