৫ জানুয়ারি ২০২৫, রবিবার

বাংলাদেশের লক্ষ্য অন্তত এক ম্যাচে জয়

- Advertisement -

২০১৪ সালে প্রথমবারের মত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেটিও ছিল আবার ঘরের মাঠে, হারিয়েছিল শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডকে। কিন্ত এরপর আর কোনটিতেই এক ম্যাচেও জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপও বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা ইস্যুতে সেটি আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাত। আর সেখানে অন্তত একটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী দল।

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বিশ্বকাপ খেলার লক্ষ্যে দেশ ছাড়বে দল। তার আগে মিরপুরে হয়েছে ছবি তোলার পর্ব। ফটোসেশন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন জ্যোতি। টুর্নামেন্টে বাংলাদেশ দলের লক্ষ্য জানতে চাইলে তিনি বলেন, “লম্বা সময় ধরে সবারই একটা ক্ষুধা যেন বিশ্বকাপে একটা ম্যাচ জিততে পারি। প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনও মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন।” 

তবে জয়ের দেখা পেলে শুধু সেখানেই থেমে থাকতে চান না জ্যোতি। সুযোগ পেলে সেমিফাইনাল খেলতে চান ডানহাতি এই ব্যাটার। তিনি বলেন, “যখন আমরা ফ্লো পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল… অবশ্যই.. সেমিফাইনাল কে না খেলতে চায়।”

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু করবে মারুফা আক্তাররা। সবকিছু ঠিক থাকলে এটিই হতে যাচ্ছে জ্যোতির শততম টি-টোয়েন্টি ম্যাচ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img