৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

বাংলাদেশে অনুষ্ঠিত হবে ‘২০৩১ ওয়ানডে বিশ্বকাপ’

- Advertisement -

আইসিসি ঘোষণা করেছে আটটি টুর্নামেন্টের জন্য বারো আয়োজক দেশের নাম। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপে ভারতের সাথে যৌথ আয়োজক বাংলাদেশ। বাংলাদেশে আট আসরের একটি আসর অনুষ্ঠিত হলেও ভারতে অনুষ্ঠিত হবে আইসিসির তিনটি আসর! ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে।

সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নেমেছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার অপেক্ষায় অস্ট্রেলিয়া। এরপরের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে আইসিসি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের নাম! পরের বছরেই পাকিস্তানে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফিরছে ভারতের মাটিতে, যৌথ আয়োজক শ্রীলঙ্কা।

সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশের নাম। তিনটি দেশে অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ; সাউথ আফ্রিকার সাথে যৌথভাবে বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে এবং ‘নামিবিয়ায়’। পরের বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফাইনালে খেলা দুই দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে।

২০২৯ সালে চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে ভারতে, এক বছর বিরতি শেষে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপও আয়োজন করবে ভারত; বাংলাদেশের সাথে যৌথভাবে। মাঝখানে ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img