ইতোমধ্যে দুই দফায় পেছানো হয়েছে টাইগারদের আয়ারল্যান্ড সফর। প্রথমে ২০২০ সালে এবং সর্বশেষ এ বছরের মে মাসে সিরিজটি হওয়ার কথা ছিল। তবে, এবার সেটা পিছিয়ে ২০২৩ সালের মে মাসে নিয়ে যাওয়া হয়েছে। মূলত, এ বছর দুই দলের ব্যস্ত শিডিউলের কারণেই সফরটি পেছানো হচ্ছে। এই সিরিজটি পিছিয়ে যাওয়ায় আইসিসির তরফ থেকেও ওয়ানডে সুপার লিগের সময়সীমা ৪৫ দিন বাড়ানো হয়েছে। প্রথমে এই সময়সীমা ছিল ২০২৩ সালের ৩০ মার্চ পর্যন্ত। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী।
“হ্যাঁ, আইসিসি সুপার লিগের কাট-অফ ডেট বাড়ানো হয়েছে। বিসিবি এবং আইরিশ বোর্ডের পক্ষ থেকে আইসিসিকে এটি বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছিল। যাতে আমরা আমাদের আয়ারল্যান্ড সফর শেষ করতে পারি এবং মে মাসের মধ্যে এটি শেষ করার আশা করছি”-বলছিলেন নিজামউদ্দিন
২০২২ সালে টানা খেলার মধ্যে থাকতে হচ্ছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড উভয় দলকেই। সুতরাং, এ বছরের শিডিউল এবং ক্রিকেটারদের বিশ্রামের কথা মাথায় রেখেই সিরিজ পেছাতে সম্মতি দিয়েছে দুই দলই। এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, “আমরা টানা ম্যাচ খেলছি। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য সময় বের করতে পারিনি। এখন, সময় বাড়ানোর ফলে আমরা মে মাসে সফরটি শেষ করতে পারব।”
উল্লেখ্য, উক্ত সিরিজে আইরিশদের বিপক্ষে পূর্বনির্ধারিত ৩টি ওয়ানডে এবং ৪টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।