প্রথমবারের মতো ২৬ সদস্যের দল নিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ক্যাম্প করবে বাংলাদেশ টাইগার্স। ক্যাম্প চলবে ফেব্রুয়ারির ২৫ তারিখ থেকে মার্চের ৭ তারিখ পর্যন্ত। একই দিনে ঘোষণা করা হলো বাংলাদেশ টাইগার্সের কোচিং এবং ম্যানেজম্যান্ট স্টাফদের নাম।
মুমিনুল হক-সৌম্য সরকারদের প্রধান কোচের দায়িত্বে থাকবেন মিজানুর রহমান বাবুল। একই সাথে ব্যাটিং কোচের দায়িত্বও পালন করবেন তিনি; তাঁর সাথে থাকবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ এবং আশিক মজুমদার। বোলিং কোচের দায়িত্বে থাকবেন চাম্পাকা রামানায়েকে। স্পিন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সোহেল খান। ফাস্ট বোলিং কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের এবং নাজমুল হোসেন।

ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছেন ফয়সাল হোসেন ডিকেন্স এবং ভারতের উমকান্ত প্যাটেল। অ্যানালিস্ট এবং উইকেটকিপিং কোচ নাসির আহমেদ নাসু। এছাড়াও ট্রেনার হিসেবে থাকবেন ইয়াকুব চৌধুরী। ফিজিওথেরাপিস্ট হিসেবে থাকবেন মুজাদ্দেদ আলফা সানি। লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সজল আহমেদ চৌধুরী।