সাউথ আফ্রিকায় বাংলাদেশ দলের অবসস্থানকালে চমকের যেনো শেষই হচ্ছেনা। শুক্রবার প্রথম ওয়ানডের আগে এসেছে আরেকটা বড় চমক। সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডের আগের রাতে বাংলাদেশ দলের টিম হোটেলে এসেছিলেন সাউথ আফ্রিকান গ্রেট এবি ডি ভিলিয়ার্স। সাকিব-তামিমদের সাথে প্রায় ৫০ মিনিট কাটিয়েছেন এবি।
বাংলাদেশ দলের কোচিং প্যানেলে সাউথ আফ্রিকানদের আধিক্য নতুন কিছু নয়। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পর বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন অ্যালান ডোনাল্ড। ওয়ানডে সিরিজে খন্ডকালীন পাওয়ার হিটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন অ্যালবি মরকেলও। প্রোটিয়াদের দেশে ভালো করতে উঠে পরে লেগেছে বিসিবি। আর আফ্রিকান প্রভাবের নতুন উদাহরণ যোগ হয়েছে প্রথম ওয়ানডের আগে। বাংলাদেশের ক্রিকেটারদের সাথে দেখা করতে এসেছিলেন সাবেক প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। হেড কোচ রাসেল ডমিঙ্গোর আমন্ত্রনেই বাংলাদেশ ক্যাম্পে এসেছিলেন ডি ভিলিয়ার্স।
এসময় নিজের ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা এবিডি ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কীভাবে খেলতে হবে, এ ব্যাপারে ডি ভিলিয়ার্স বাংলাদেশ দলের ক্রিকেটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। নিজের ক্যারিয়ারে নানা মাইলফলক অর্জনের সময়, পরিস্থিতি বুঝে ইনিংস সাজানোর সময় ডি ভিলিয়ার্সের মানসিকতা কেমন ছিল, সেটিও জানতে চেয়েছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা।
মিস্টার ‘৩৬০ ডিগ্রি’ নামে খ্যাত ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সের সঙ্গে বৈঠক ক্রিকেটারদের জন্য খুবই কার্যকর ছিল বলে জানিয়েছেন টিম ম্যানেজমেন্টের এক সূত্র। টাইগার স্কোয়াডের ক্রিকেটাররা ডি ভিলিয়ার্সের কাছে প্রাপ্ত অভিজ্ঞতা শুক্রবারের ম্যাচেী কাজে লাগাতে চাইবেন।