শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ নারী ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কা সফরের দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার।
ওয়ানডে সিরিজ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু রাবেয়া খাতুন-স্বর্না আক্তারদের। আগামী ৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। একদিন পর ১০ সেপ্টেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।
১২ থেকে ১৯ সেপ্টেম্বর, এই আট দিনে মোটে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে শ্রীলঙ্কা সফরের দলে ডাক পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
বাংলাদেশ স্কোয়াড:
রাবেয়া খাতুন (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, সাবিকুন নাহার জেসমিন ও শামীমা সুলতানা।