১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

বাংলাদেশ যা চেয়েছে তা করতে পারেনি

- Advertisement -

যুক্তরাষ্ট্রের কাছে পরপর দুই ম্যাচ হার। তৃতীয় ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামবে হোয়াইটওয়াশ এড়াতে। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। হারের সম্ভাব্য কারণ হিসেবে নিজেদের খেলাটা খেলতে না পারাকেই দায়ী করেছেন তিনি।

“আমার মনে হয় না। প্রথম ম্যাচে হয়ত আমরা যা চেয়েছি তা করতে পারিনি। পরের ম্যাচেও তা হলো। আমরা আমাদের প্ল্যান কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়নি পিচ অত খারাপ ছিল। আমরা ভালো ব্যাট করিনি। আমাদের আরও ভালো ব্যাট করা উচিত ছিল” – সংবাদ সম্মেলনে সাকিব

যুক্তরাষ্ট্রে পৌঁছে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। হারের কারণ হিসেবে সাকিব দেখছেন প্রস্তুতির অভাবকেও।

“আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। ফ্যাসিলিটি আরও বেশি থাকা দরকার ছিল। এগুলার কিছুই আমরা পাইনি। ১ দিন প্রপার নেট সেশন হয়েছে। যেখানে ব্যাটাররা পুরোপুরি সুযোগ পায়নি। এখানে দুই দিকেরই ব্যর্থতা আছে। এক দিন বৃষ্টির জন্য পারিনি। এখানে ৪টা মাঠ আছে। আমরা ৩টা পিচে ব্যাট করতে পেরেছি। এই জিনিসগুলা আরও বেটার হতে পারত।”

২৫ মে বাংলাদেশ সময় রাত নয়টায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। ২৮ মে আবার যুক্তরাষ্ট্রের সাথেই বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img