বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। শনিবার ভোরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
এই সিরিজে প্রথমবারের মতো ব্ল্যাকক্যাপদের অধিনায়ক হিসেবে দেখা যাবে ৩২ বছর বয়সী ফাস্ট বোলার লকি ফার্গুসনকে। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামন চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় দলকে নেতৃত্ব দেবেন এই পেসার।
Lockie Ferguson is set to captain the BLACKCAPS for the first time in an international fixture during the upcoming three match ODI Series against @BCBtigers at Sher-e-Bangla National Cricket Stadium. The first ODI is on September 21st. More | https://t.co/sMQZif3SjX #BANvNZ pic.twitter.com/NpOarSuy5a
— BLACKCAPS (@BLACKCAPS) September 1, 2023
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের শেষে। অথচ বিশ্বকাপের আগে মহাগুরুত্বপূর্ণ এই সিরিজে তারকা ক্রিকেটারদের একটি বড় অংশকে পাঠাচ্ছে না কিউরা।
বিশ্বকাপের সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, টিম সাইফার্টদের মতো শীর্ষ সারির খেলোয়াড়দের বিশ্রামে রাখা হয়েছে। মিডল অর্ডার ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান ও অলরাউন্ডার জিমি নিশামও বাংলাদেশে ওয়ানডে খেলতে আসবেন না। কারণ, সিরিজের সময় প্রথমবারের মতো বাবা হবেন তারা। সন্তান সম্ভবা স্ত্রীদের পাশে থাকতে দুজনই বোর্ডের কাছে ছুটি চেয়ে নিয়েছেন।
ওয়ানডে দলে নতুন মুখ ডিন ফক্সক্রফট। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল এই এই অলরাউন্ডারের। সে ম্যাচে ১০ রানের বেশি করতে পারেননি ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
সেপ্টেম্বরের ২১ তারিখ মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুদলের বাকি দুই ম্যাচ ২৩ এবং ২৬ সেপ্টেম্বর।
নিউজিল্যান্ড দল: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।