চ্যাম্পিয়নস লিগের শিরোপায় আবার নিজদের নাম লেখানোর মিশনে দারুন শুরু করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে খেলার অন্তীম মুহুর্তে রদ্রিগোর গোলে ইন্টারের বিরুদ্ধে জয় দিয়ে চলতি মৌসুমের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো স্প্যানিশ জায়ান্টরা।
? FT: @Inter_en 0-1 @realmadriden
⚽ @RodrygoGoes 89'#Emirates | #UCL pic.twitter.com/LkBWrnsNW6— Real Madrid C.F. ???? (@realmadriden) September 15, 2021
২০১৫-১৬ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুম; টানা তিনবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদ শেষ তিন মৌসুমে পৌঁছাতে পারেনি টুর্নামেন্টের ফাইনালে। নতুন কোচের অধীনে রিয়াল মাদ্রিদ নতুন করে চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করে ইতালিয়ান ক্লাব ইন্টারের বিরুদ্ধে ওদের মাঠ সান সিরো তে। সান সিরোতে ম্যাচের প্রথমার্ধ ছিল ইন্টারময়।
খেলার প্রথম ৪৫ মিনিটে রিয়াল মাদ্রিদকে দাঁড়াতেই দেয়নি ইন্টার। এই অর্ধে একের পর এক আক্রমন সাজিয়েছে ইন্টার। যার শুরুটা হয় ম্যাচের আট মিনিটেই। আট মিনিটে ইন্টার ফরোয়ার্ড এডিন জেকোর শট কর্নারের মাধ্যমে বিপদমুক্ত করেন রিয়াল গোলি থিবো করতোয়া। পরের মিনিটেই কর্নার থেকে পাওয়া বলে ইন্টার ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার হেড দিলে উড়ে যায় গোল বারের সামান্য ওপর দিয়ে।
? @thibautcourtois ?#UCL pic.twitter.com/sArsP1W2yN
— Real Madrid C.F. ???? (@realmadriden) September 15, 2021
প্রথম প্রচেষ্টার মিনিট দশেক পর আরেকবার গোলের চান্স পায় ইন্টার। এবারে লউতারো মার্তিনেজের হেড সরাসরি যায় করতোয়া বরাবর। থিবো করতোয়া রিয়াল মাদ্রিদকে আরও একবার বাঁচান বিরতির ঠিক আগে, এবার জেকোর জোড়ালো বাম পায়ের শট ঠেকিয়ে দেন করতোয়া। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ যেকয়টি সুযোগ তৈরি করতে পেরেছিলো তার মূলে ছিলেন মিডফিল্ডার লুকা মদ্রিচ। ম্যাচের ৩৬ মিনিটে মদ্রিচের কর্নার থেকে ফাঁকায় দাঁড়িয়ে থাকা এদের মিলিতাও হেড দেন পোস্টের বাইরে। ফলে ০-০ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুইদল।
1⃣?3,2,1…we have #UCL kick-off
▶️ @Inter_en ? @realmadriden
? https://t.co/tCZ7eS8mfR pic.twitter.com/XZdoi2SKSi— Real Madrid C.F. ???? (@realmadriden) September 15, 2021
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোলের প্রথম সুযোগ তৈরি করে ইন্টার। ফার্স্ট হাফে জেকোর শট ফিরিয়ে দেওয়ার পর সেকেন্ড হাফের শুরুতে এই ফরোয়ার্ডের নিচু হওয়া হেডার চমৎকার ভাবে সেভ করেন থিবো করতোয়া। প্রথমার্ধের একতরফা খেলায় ইন্টার মুহুর্মুহু আক্রমন শাণলেও বিরতির পর নিজেদের গুছিয়ে নেয় রিয়াল।মাদ্রিদ। মাঝমাঠের দৃঢ়তায় বিরতির পর সাবলীলভাবে আক্রমণ চালাতে পারেনি ঘরের দল।
ইন্টারের আক্রমন আটকাতে পারলেও ঠিকঠাক আক্রমণ সাজাতে পারছিলোনা রিয়ালও। গোলের খোঁজে মরিয়া রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ৬৫ মিনিটে লুকাস ভাজকাজকে তুলে মাঠে নামান ব্রাজিলিয়ান উইংগার রদ্রিগোকে।
? 66' | 0-0 | Substitution:@RodrygoGoes ↔️ @Lucasvazquez91 #UCL | #HankookTire pic.twitter.com/HZ8B7gm0HT
— Real Madrid C.F. ???? (@realmadriden) September 15, 2021
গোলের দেখা পেতে ব্যর্থ দুইদল যখন ড্রয়ের দিকে এগোচ্ছে তখনই স্কোর বুকে নাম তোলেন সুপার সাব হিসেবে নামা রদ্রিগো। রদ্রিগোকে অ্যাসিস্ট করা এদুয়ার্দো কামাভিংগাও মাঠে নেমেছিলেন লুকা মদ্রিচের বদলি হিসেবে।কাউন্টার অ্যাটাক থেকে দারুন গতির প্রদর্শন করে বাঁ প্রান্ত থেকে কামাভিংগার পাস খুঁজে নেয় রদ্রিগোকে, ভলি থেকে বাম পায়ের শটে ইন্টার গোলকিপারকে পরাস্ত করে রিয়াল মাদ্রিদ গোলের দেখা পায় ঠিক ম্যাচের ৮৯ মিনিটে।
? Mr. Champions League
? @RodrygoGoes #UCL pic.twitter.com/vn8Cxj51t5— Real Madrid C.F. ???? (@realmadriden) September 15, 2021
নির্ধারিত সময়ের খেলার পর রেফারি ৩মিনিট অতিরিক্ত সময়ের সংকেত দেন। ৯০মিনিট ধরে থিবো করতোয়াকে হারাতে না পারা ইন্টার পরের তিন মিনিটেও আর পারেনি গোল শোধ দিতে। ফলে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ০-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ইন্টার খেলোয়াড়েরা।