১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বার্সা, জুভেন্টাস লড়াইয়ের রাতে মাঠে গড়াচ্ছে ‘জার্মান ক্লাসিকো’

- Advertisement -

জার্মান ক্ল্যাসিকোতে আজ রাতেই মাঠে নামছে বায়ার্ন মিউনিখ এবং বরুশিয়া ডর্টমুন্ড। হাইভোল্টেজ ম্যাচটা শুরু শনিবার রাত সাড়ে এগারোটায়। রাত আরেকটু বাড়লে ১৫ মিনিটের ব্যবধানে স্পেন আর ইতালিতে আলাদা ম্যাচে নামবেন মেসি রোনালদো।

বুন্দেসলিগায় বিগ টিমের বিগ ম্যাচ! বায়ার্ন মিউনিখ আর ডর্টমুন্ডের লড়াই। জার্মান ক্লাসিকোর ১১৯ সাক্ষাতে ৫৯ জয় বাভারিয়ানদের, ৩১ ম্যাচ জিতেছে বরুসিয়া। শেষ একুশটা হোম ম্যাচে বায়ার্ন অপরাজিত। লিগের টপ পজিশন ধরে রাখার মিশনে বায়ার্ন স্কোয়াডে ফিরছেন মুলার, গানাব্রি, পাভার্ড। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগের দৌড়ে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ ডর্টমুন্ডের সামনে; প্রস্তুত হালান্ড, রেয়াস, হামেলসদের নিয়ে। হাইভোল্টেজ ম্যাচটা শুরু শনিবার ঠিক রাত সাড়ে এগারোটায়।

ইতালিতে হোম ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে লাৎসিও।  ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রোনালদোর দল, লিগ লিডার ইন্টারের দশ পয়েন্ট পিছিয়ে। শুরু থেকেই সিরি-আর শীর্ষ পাঁচের লড়াই ছাপিয়ে যাচ্ছে সব কিছুকে। জুভেন্টাসের টপ ডিফেন্ডারেদের ইনজুরির ফলে লাইন আপে আসতে পারে পরিবর্তন। ম্যাচের সময় রাত ১:৪৫।

লা লিগায় রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার পয়েন্ট সমান। সমান ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট। টেবিল টপ আতলেতিকোর চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রিয়াল বার্সা। রিয়ালের চেয়ে গোল ব্যবধানে (১০) এগিয়ে থাকা বার্সা আজ অ্যাওয়ে ম্যাচ খেলবে ওসাসুনার বিপক্ষে। কাতালানরা লিগের শেষ পনেরো ম্যাচ অপরাজিত। স্কোয়াডে থাকবেন মেসি, গ্রিজমান, পেদ্রিরা; তবে হাটুর চোটের কারণে মাঠের বাইরে থাকবেন কোপা দেল রে সেমিফাইনালের হেডার ম্যান জেরার্ড পিকে।

মেসি রোনালদোদের কমপক্ষে সাত ঘণ্টা আগেই ইংল্যান্ডে মাঠে নামবে আর্সেনাল। প্রতিপক্ষ বার্নলি। গেল বছর ঘরের মাঠে দারুন নাটকীয় ম্যাচে গানাররা হেরেছিল বার্নলির কাছে। গ্রানিত শাকার লাল কার্ড, দলের সবচেয়ে ডায়নামিক স্ট্রাইকার অবামেয়াংয়ের আত্মঘাতী গোল, পরাজয়! আর্সেনাল ভক্তদের মনে থাকারই কথা। শনিবার অ্যাওয়ে ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় দেখা হচ্ছে বার্নলি আর্সেনাল। স্বাগতিকদের শেষ পাঁচ ম্যাচে তিনটা ড্র। আর শেষ ম্যাচে দারুণ ছন্দে লেস্টার সিটিকে হারিয়ে স্বরূপে ফিরেছে আর্সেনাল। ২৬ ম্যাচে জয় ও পরাজয়ের পাল্লা সমান গানারদের, ১১। টেবিলের দশে তারা, পয়েন্ট ৩৭।

বাংলাদেশ সময় রাত দুইটায় লেস্টার সিটি খেলতে নামবে ব্রাইটনের মাঠে। গত দুই গেইমউইক ভালো যাচ্ছে না লেস্টারের, একের পর এক ইনজুরি, সামনের ম্যাচগুলো থেকে পয়েন্ট হারাতে থাকলে টেবিলের টপ ফোরে থেকে সিজন শেষ করাটা কঠিন হয়ে যাবে তাদের জন্য। প্রিমিয়ার লিগে এই দুই দলের সর্বমোট সাত দেখায় সব ম্যাচেই অপরাজিত লেস্টার। ২৬ ম্যাচে মাত্র পাঁচ জিত নিয়ে টেবিলের ষোলোয় আছে ব্রাইটন। তিনে থাকা লেস্টারের পয়েন্ট ৫০।

এর আগে রাত সাড়ে এগারোটায় ভিলা পার্কে হয়ে যাবে অ্যাস্টন ভিলা ও উলভসের লড়াই।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img