৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

বিপিএলে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

- Advertisement -

টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার আশঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ। এইমুহুর্তে প্রয়োজন একটা জয়ের। ওয়েস্ট ইন্ডিজ দলের বেশীরভাগ খেলোয়াড়ই খেলেছেন বিপিএলে। সেটা বেশ কাজে দেবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে এমনটাই মনে করেন নিকোলাশ পুরান।

 “বিপিএলে খেলাটা আমাদের অনেক সহযোগিতা করবে। আমরা বাংলাদেশে অনেক সময় কাঁটিয়েছি। আমাদের সম্পর্কটাও দারুণ। ওদের সাথে খেলার সুবিধার্তে ওদের সামর্থ্য সম্পর্কে ভালোমতোই জানা আছে। এটা আমাদের ব্যাটিং, বোলিং দুই ফরম্যাটেই কাজে দেবে”

টানা দুই ম্যাচ হেরে একই অবস্থা বাংলাদেশ দলেরও। সেটারই সুযোগ নিতে চায় ক্যারিবিয়ানরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন ক্যারিবিয়ান উইকেটকিপার, “টানা দুই ম্যাচে হেরে বাংলাদেশও আমাদের মতোই দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ওদের বেশকিছু ভালো স্পিনার আছে।  তাই, আমি মনে করি, ওদের বিপক্ষে ম্যাচটা বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হতে যাচ্ছে”

জয়ের জন্য মরিয়া পুরো ওয়েস্ট ইন্ডিজ দল। দলের সকলেই আছে ফুরফুরে মেজাজেও। এমনটাই জানিয়েছেন ক্যারিবিয়ান তারকা, “দলের সকলেই ফুরফুরে মেজাজে আছে। টানা দুই ম্যাচে হেরে আমরা সবাই কষ্ট পেয়েছি, কিন্তু আমরা কাউকেই দোষ দিচ্ছি না। শারজাহতে ভালো খেলেই আমরা জিততে চাই। আমরা জানি, এইমুহুর্তে আমাদের করণিয় কি এবং প্রত্যেকেই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে”

শুক্রবার বিকেল চারটায় মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img