১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বিলাল সায়েদির সেঞ্চুরিতে আফগান যুবাদের বড় লিড

- Advertisement -

সিলেটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একমাত্র যুব টেস্টে দ্বিতীয় দিনশেষে চালকের আসনে রয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ৮ উইকেটে ২২৬ রান সংগ্রহ করেছে আফগান যুবারা; নিয়ে নিয়েছে ৬৪ রানের বড় লিড। আফগান ওপেনার বিলাল সায়েদি করেছেন সেঞ্চুরি। লেট অর্ডারে কামরান হোটাকও দিয়েছেন যোগ্য সঙ্গ; করেছেন বড় রান।

সেঞ্চুরির পর সিজদারত বিলাল সায়েদি

২ উইকেটে ৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল আফগানিস্তান। দিনের শুরুতেই তারা হারায় অধিনায়ক ইজাজ আহমেদের উইকেট। দ্রুত আরো তিনটি উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল আফগানিস্তান। ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আফগানিস্তানকে এরপর উদ্ধার করেন বিলাল সায়েদি ও লেট অর্ডার ব্যাটসম্যান কামরান হোটাক। দুজনে মিলে গড়েন ১৬০ রানের জুটি। ২৯১ বলে ১০১ করে আহত অবসরে যান বিলাল সায়েদি। কামরান হোটাক খেলেন ১৭৫ বলে ৬৬ রানের ইনিংস।

শেষ বিকেলে কামরান ও ইজহারুল হক নাভিদের উইকেট হারিয়ে অলআউট হবার শঙ্কায় ছিল আফগানিস্তান। তবে ফয়সাল খান আহমেদজাই ও বিলাল সামির দৃঢ়তায় দিনটা পার করে আফগানিস্তান। দুজনে মিলে প্রায় ৩০ বল খেলে কোন রান করেননি।

বাংলাদেশের পক্ষে অফস্পিনার আশরাফুল ইসলাম নিয়েছেন ৩ উইকেট।

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img