১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

বিশ্বকাপে নেদারল্যান্ডস বিস্ময়

- Advertisement -

নেদারল্যান্ডস স্কোয়াডের সাত ক্রিকেটারের শেকড় সাউথ আফ্রিকায়। সেই সাউথ আফ্রিকাকে হারিয়েই ২০২৩ বিশ্বকাপে এখন পর্যন্ত সবচাইতে বড় অঘটনের জন্ম দিলো ডাচরা। প্রোটিয়াদের বিপক্ষে তাদের জয় ৩৮ রানে। শুধু ভারত বিশ্বকাপই না, ওয়ানডে বিশ্বকাপেরই অন্যতম বড় অঘটন নেদারল্যান্ডসের বিপক্ষে সাউথ আফ্রিকার হার।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল নেদারল্যান্ডস । শুরু থেকেই ছিলো প্রোটিয়া বোলারদের দাপট। তবে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৬৯ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংসে বৃষ্টির কারণে কমে আসা ৪৩ ওভারের ম্যাচে ৮ উইকেট ২৪৫ রানের সংগ্রহ পায় নেদারল্যান্ডস।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সাউথ আফ্রিকা। দলীয় ৪৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। তারপর ছোট ছোট জুটি হলেও বড় কোনো জুটি হয়নি। দলীয় শতরানের আগেই পঞ্চম উইকেট হারায় টেম্বা বেভুমার দল। সেখানেই একরকম আশার সমাপ্তি।

তবে শেষ আশা ডেভিড মিলার। একবার জীবন পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি। আউট হয়েছে ৫২ বলে ৪৩ রান করে। শেষদিকের ব্যাটাররা শুধু ব্যবধানই কমিয়েছে। ৪২.৫ ওভারে ২০৭ রানে অল আউটব সাউথ আফ্রিকার। নেদারল্যান্ডসের জয় ৩৮ রানে। উল্লেখ্য, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সাউথ আফ্রিকাকে হারিয়েছিল নেদারল্যান্ডস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img