দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষ হবে সোমবার। তার পূর্বেই নিশ্চিত হয়ে গেছে কোন চার দল খেলতে যাচ্ছে সেমিফাইনালে। গ্রুপ-১ থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। গ্রুপ-২ থেকে পাকিস্তানের সঙ্গী নিউজিল্যান্ড।
![](https://kcs3.eu-west-1.klovercloud.com/allrounderbd-live-ailkxhbi/2021/11/T20-World-Cup-Fixtures-gfx-Final-V1-1-.webp)
সূচি অনুযায়ী বুধবার প্রথম সেমিফাইনালে গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ-২ এর রানার্স-আপ দলের সাথে। অপরদিকে বৃহস্পতিবার গ্রুপ-২ এর চ্যাম্পিয়ন দলের বিপরীতে মাঠে নামবে গ্রুপ-১ এর রানার্স-আপ দল।
২০১৯ আইসিসি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ইয়ন মরগানের ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালেই হারের বদলা নেয়ার দারুণ সুযোগ কিউইদের সামনে। ১০ নভেম্বর প্রথম সেমিফাইনালে আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে যে মাঠে নামবে নিউজিল্যান্ড। পরদিন দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দুটি সেমিফাইনালের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে।