বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ার রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে সোমবার সিঙ্গাপুরকে ১১১ রানে হারিয়ে বিশ্বকাপে ফেরার মিশন শুরু করে জিম্বাবুয়ে। মঙ্গলবার জার্সিকে ২৩ রানে হারিয়ে টানা দুই জয় তুলে নিলো স্বাগতিক দল।
শেষবার ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহন করেছিল জিম্বাবুয়ে। তারপর আর কোনো ফরম্যাটেই বিশ্বমঞ্চে খেলা হয়নি। বলা যায়, নতুন মিশনে আশা জাগানিয়া শুরুই করলো ক্রেইগ আরভিনদের দল।
Zim won by 23 runs#ZimvsJer pic.twitter.com/foXKl7lIko
— Allrounder (@allroundersbd) July 12, 2022
টসে হেরে প্রথম ব্যাট করে প্রথম ব্যাট করে শেন উইলিয়ামসের ৩৯ বলে ৫৭ রানের ওপর ভর করে নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান বোর্ডে তুলে জিম্বাবুয়ে। নয় নম্বরে নেমে ১৩ বলে ২৯ রানের ক্যামিও খেলেন লুক জঙ্গওয়ে।
ব্যাট হাতে জার্সির ইনিংস ছিল ধীরগতির। ওপেনার হ্যারিসন কার্লিওন ৪৫ রানের ইনিংস খেললেওন খরচ করেছেন ৫৬ বল। শেষদিকে বেনজিমিন ওয়ার্ডের ২০ বলে ৩৫ রানের ইনিংস ব্যবধানই কমিয়েছে শুধু। জার্সির ইনিংস থেকে ৫ উইকেট ১২৩ রানে। জিম্বাবুয়ের হয়ে রায়ার্ন বার্ল ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচসেরা শেন উইলিয়ামস।