বাংলাদেশ ক্রিকেটে বৃহস্পতি তুঙ্গে। নিউজিল্যান্ডে জিতেছে টাইগাররা, আনন্দে মেতেছে সকল ভক্ত-সমর্থক। ক্রীড়াপ্রেমিদের জন্য আছে আরও সুখবর, বিসিএলের ওয়ানডে আসরে থাকছেন মাশরাফী বিন মোর্ত্তজা এবং সাকিব আল হাসান। সব ঠিক থাকলে সাত তারিখে বাংলাদেশে এসে পৌঁছবেন বিশ্বসেরা অলরাউন্ডার, খেলবেন মধ্যাঞ্চলের হয়ে।
মাশরাফীর খেলা নিয়ে অবশ্য আছে সংশয়। পুরোপুরি ফিট নন সাবেক টাইগার ক্যাপ্টেন, পিঠের ব্যথাটা যদি সেরে যায় তাহলে ইস্ট জোনের হয়ে মাঠে দেখা যেতে পারে ম্যাশকে। বিপিএলের কথা মাথায় রেখেই হয়তো ম্যাশের বিসিএলের ওয়ানডে ফরম্যাটে খেলার ভাবনা। আসন্ন বিপিএলে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে ম্যাশকে, সেইসাথে একই দলে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদও।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৯ জানুয়ারি শুরু হবে বিসিএলের ওয়ানডে আসর। জানা গেছে, ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলবেন তামিম ইকবালও, দক্ষিণাঞ্চলের হয়ে রিয়াদ, মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি।