২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

বৃষ্টিতে পণ্ড তৃতীয় দিন!

- Advertisement -

বাংলাদেশ ‘এ’ দল বনাম হাইপারফরম্যান্স (এইচপি) দলের প্রথম চারদিনের ম্যাচটির তৃতীয় দিন হয়েছে বৃষ্টিতে পন্ড। আজ (শনিবার) সারাদিনে মাত্র ২৬ মিনিটের জন্য মাঠে নামতে পেরেছে দুইদল।

২য় দিনের শেষে ব্যাটিং বিপর্যয়ে ছিল এইচপি দল। ‘এ’ দলের প্রথম ইনিংসে করা ৩৩৯ রানের জবাবে ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল এইচপি দল।  ১২ রান করে শহিদুল ইসলামের বলে বোল্ড হন ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর স্কোরবোর্ডে মাত্র ১ রান যোগ করে নাঈম হাসানের জোড়া আঘাতের শিকার হন মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দীপু। এরপর ওপেনার তানজিদ হাসান তামিমকে সাথে নিয়ে তৌহিদ হৃদয় দিনটি শেষ করেন।

এ দল বনাম এইচপি দলের স্কোরশিট

 

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার সকালের পুরো সেশনটি ভেসে যায় বৃষ্টিতে। বৃষ্টি থামার পর দুপুর ২টায় শুরু হয় খেলা। কিন্তু মাত্র ৫.৪ ওভার খেলা হতেই আবার শুরু হয় বৃষ্টি। এরপর সারাদিন আর খেলাই হয়নি। এই ৫.৪ ওভারে কোন উইকেট না হারিয়ে এইচপি দল যোগ করেছে ১৪ রান। তানজিদ তামিম ৭৯ বলে ৩১ রান ও তৌহিদ হৃদয় ২৮ বলে ৯ রান করে অপরাজিত আছেন।

Daily Cricket | Tanzid Tamim and AL Amin Hit Hundred For BCB XI
এইচপির পক্ষে তানজিদ তামিম ৩১* রান করে অপরাজিত আছেন

তৃতীয় দিন শেষে এইচপি দলের সংগ্রহ ৩ উইকেটে ৫৫ রান। বাংলাদেশ ‘এ’ দল থেকে তারা এখনো ২৮৪ রানে পিছিয়ে আছে। যা বুঝা যাচ্ছে ড্র-ই লেখা আছে প্রথম চারদিনের ম্যাচটির কপালে।

এর আগে প্রথম দেড়দিন ব্যাট করে সবক’টি উইকেট হারিয়ে ৩৩৯ রান করে বাংলাদেশ ‘এ’ দল। ‘এ’ দলের পক্ষে নাজমুল শান্ত ৯৬। ইরফান শুক্কুর ৮৫ ও সাদমান ইসলাম অনিক করেন ৫৮ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)

বাংলাদেশ ‘এ’ দল : ৩৩৯/১০ (১২৪.১ ওভার) (শান্ত ৯৬, ইরফান শুক্কুর ৮৫, সাদমান ৫৮;
সুমন ৪/৫৬, মুরাদ ২/৫৩)

এইচপি দল : ৫৫/৩ (২৫.৪ ওভার) (তামিম ৩১*, ইমন ১২, হৃদয় ৯*;
নাঈম ২/৫, শহিদুল ১/১২)

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img