প্রথম ম্যাচে তাও মাঠে নেমে ১০ ওভার ফিল্ডিং করার ‘সৌভাগ্য’ হয়েছিল; দ্বিতীয় ম্যাচে মাঠেই নামতে পারলেন না তামিম ইকবাল। নেপালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘এভারেস্ট প্রিমিয়ার লিগে’ প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তামিমের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের দ্বিতীয় ম্যাচটিও সোমবার (আজ) মাঠে গড়ালো না ভেজা আউটফিল্ডের কারণে।
Unfortunately the weather god is not on our side today.
The match between @ChitwanTigers and @BhwGladiators has been called off.
Stay tuned for more information!!#eplt20#daretodream #tigerVSgladiators pic.twitter.com/CrggomCsHF— EPL – Everest Premier League (@eplt20official) September 27, 2021
চোট কাটিয়ে এভারেস্ট প্রিমিয়ার লিগ দিয়েই মাঠে ফিরতে চেয়েছিলেন তামিম ইকবাল; কিন্তু নেপালের বেরসিক আবহাওয়া শান্তিমতো খেলতেই তো দিচ্ছে না তাঁকে! রোববার প্রথম ম্যাচে তাও ১০.১ বল খেলা মাঠে গড়িয়েছিল; দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে প্রতিপক্ষ পোখারা রাইনোসের ৬৫ রানে ৭টি উইকেট ফেলে দিয়েছিল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স; তামিমও ভালো ফিল্ডিং করে রান আউট করেছিলেন আসেলা গুনারত্নেকে। এরপরই বৃষ্টি-বাধায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর আজ ভেজা আউটফিল্ডের কারণে এক বলও খেলা না হয়েই পরিত্যক্ত হয়ে গেলো চিতওয়ান টাইগার্সের বিপক্ষে ম্যাচটি। বিরাটনগর ওয়ারিয়র্স ও কাঠমান্ডু কিংসের মধ্যকার দিনের অন্য ম্যাচটিও হয়েছে পরিত্যক্ত।
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের পরবর্তী ম্যাচ ২৯ সেপ্টেম্বর বিরাটনগর ওয়ারিয়র্সের বিপক্ষে।