আগে থেকেই জানা গিয়েছিল, কানপুর টেস্টের প্রথম দুই দিন হতে পারে বৃষ্টি। সেই শঙ্কা সত্যি করে প্রথম দিন হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। যার কারণে সকালে টসে হয়েছে দেরি, শেষ বেলায় তো বৃষ্টির কারণে প্রথমদিনের খেলা শেষ করতেই হয়েছে। প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আগামীকাল ৮১ বলে ৪০ রানে অপরাজিত থেকে মাঠে নামবেন মুমিনুল হক, মুশফিকুর রহিম শুরু করবেন ব্যক্তিগত ৬ রান থেকে।
টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেছিল বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। একপ্রান্তে সাদমান সাবলীল ব্যাটিং করলেও জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের সামনে ভুগছিলেন জাকির। রান বের করতে না পারলেও ভারতীয় বোলারদের খুব একটা সুবিধা করতে দিচ্ছিলেন না তিনি। তবে নবম ওভারে এসে ঘটে তার ধৈর্যচ্যুতি। আকাশ দীপের বলে থার্ড স্লিপে যজস্বী জয়সওয়ালকে ক্যাচ দিয়ে ফেরেন জাকির। ২৪ বল খেলে টাইগার এ ওপেনার রানের খাতা খুলতে পারেননি।
ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিন নম্বরে উইকেটে আসেন মুমিনুল। তবে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি দারুণ ব্যাট করতে থাকা সাদমান। তার বিপক্ষে প্রথমে আম্পায়ার এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া না দিলে রিভিউ নেয় ভারত। তাতেই দ্বিতীয় সাফল্য পেয়ে যায় স্বাগতিকরা। খালি চোখে বলটি লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাবে বলে মনে হলেও রিভিউতে দেখা যায় স্টাম্পে হিট করেছে বল। প্যাভিলিয়নে ফেরার আগে ৩৬ বলে ৪ বাউন্ডারিতে ২৪ রানের ইনিংস খেলেন সাদমান।
তবে চার নম্বরে এসে বাংলাদেশের হাল ধরেন শান্ত। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন মুমিনুল। উইকেটে আসার পর থেকেই ওয়ানডে স্টাইলে ব্যাট করছেন শান্ত। তবে মুমিনুল খেলছেন রয়েসয়ে। ভারতীয় বোলারদের বাজে বলের অপেক্ষা করছেন তারা। আর সেটি পেলেই মারছেন বাউন্ডারি।
লাঞ্চ ব্রেকের পর প্রথম ওভারেই সাফল্য পায় ভারত। অশ্বিনের বলে এলবিডব্লিউ হন শান্ত। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি টাইগার অধিনায়ক। প্যাভিলিয়নে ফেরার আগে ৫৭ বলে ৬ বাউন্ডারিতে ৩১ রানের ইনিংস খেলেছেন তিনি। শান্ত ফিরলেও ফিফটির দিকে ছুটছেন মুমিনুল। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন মুশফিক।
ভারতের হয়ে দুটি উইকেট শিকার করেছেন আকাশ। একটি উইকেট নিয়েছেন অশ্বিন।