৫ জানুয়ারি ২০২৫, রবিবার

বৃষ্টির পর মুস্তাফিজের দুই উইকেট

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগে বৃষ্টির শঙ্কা ছিল। সেটি সত্যি করে পঞ্চম ওভারের খেলা চলাকালীন সময়ে নামে বৃষ্টি। প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয় খেলা, ম্যাচের পরিধি নেমে আসে ৪২ ওভারে। বৃষ্টির আগে কোনো উইকেট নিতে না পারা বাংলাদেশ, খেলা শুরু হওয়ার পর পেয়েছে সাফল্য। ফিন অ্যালেনকে নুরুল হাসানের ক্যাচ বানিয়ে ফেরান মুস্তাফিজুর রহমান। এরপর চ্যাড বাওয়েসকেও ফিরিয়েছেন কাটার মাস্টার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, কিউইদের সংগ্রহ  ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ২৬ রান।

বৃষ্টির আগে নতুন বলে দারুণ সুইং আদায় করেন তানজিম হাসান সাকিব। তবে উইকেট নিতে পারেননি তিনি। ৪.৩ ওভারে বৃষ্টি শুরু হলে বন্ধ হয় ম্যাচ। খেলা শুরু হওয়ার পর নিজের প্রথম ওভারে এসে মেডেন দেন নাসুম। সেই ওভারে সোহান উইল ইয়াংয়ের ক্যাচ না ছাড়লে উইকেটও পেতেন তিনি।

তবে ইনিংসে সপ্তম ওভারের প্রথম বলে টাইগারদের প্রথম উইকেট এনে দেন মুস্তাফিজুর রহমান। ফিন অ্যালেনকে হারিয়ে চাপে পড়ে কিউইরা। অষ্টম ওভারে এসে আবারও মেডেন দেন নাসুম। এক ওভার পর দ্বিতীয় উইকেট তুলে নেন মুস্তাফিজ। এবার কাটার মাস্টারের শিকার চ্যাড বাওয়েস। উইকেটের পেছনে ক্যাচ নেন সোহান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img