মিরপুর টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় দিনের খেলা মাঠে গড়ানো নিয়েও ছিল শঙ্কা। তবে শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। সব পরিকল্পনা অনুযায়ী চললে, তৃতীয় দিনের খেলা মাঠে গড়াবে দুপুর বারোটায়। লাঞ্চের সময় এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় সেশন দিয়ে তৃতীয় দিনের খেলা শুরু হবে।
প্রথম দিন বৃষ্টি না থাকলেও আলো স্বল্পতার কারণে আগেই দিনের খেলা শেষ করতে হয়। দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সময়ের পনেরো মিনিট আগে। তবে বৃষ্টির কারণে ভেসে গেছে দ্বিতীয় দিনের খেলা। তৃতীয় দিনের প্রথম সেশন না হলেও আর বৃষ্টি না হলে দুপুর বারোটায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।
জানা গেছে, আলো থাকলে তৃতীয় দিনের খেলা চলবে সোয়া পাঁচটা পর্যন্ত।
এর আগে টেস্টের প্রথম দিন টাইগার ব্যাটারদের দেয়া ১৭২ রানের লক্ষ্যে দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। মিরাজ ৩টি এবং তাইজুল নেন ২টি করে উইকেট।