৫ জানুয়ারি ২০২৫, রবিবার

বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

- Advertisement -

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনে ড্যারেন ব্রাভোকে চোখের পলকে স্টাম্পিং করলেন কোচ ফিল সিমন্স, বাকিদের উল্লাস ! গোলমেলে ঠেকছে ? ঘটনা সত্যি। উইন্ডিজ ক্রিকেট অফিসিয়াল টুইটারেই দিয়েছে খেলার ভিডিও। বৃষ্টিতে যখন মাঠের খেলা বন্ধ, ড্রেসিং রুমেই তখন খেলায় মেতে উঠেছিলেন ক্যারিবিয়ানরা। তৃতীয় দিনে মাঠের ক্রিকেট যেটুকু হয়েছে, সেখানে দাপট ছিল ক্যারিবিয়ানদেরই। শ্রীলঙ্কার হয়ে উজ্জ্বল ছিলেন কেবল পাথুম নিসানকা।

 

প্রথম ইনিংসে লংকানদের সংগ্রহ ৮ উইকেটে ২৫০, ওয়েস্ট ইন্ডিজের থেকে ১০৪ রানে পিছিয়ে সফরকারীরা। তৃতীয় দিনে বৃষ্টি হানা দেয় তিন সেশনেই। খেলা হয়েছে মাত্র ৪২.১ ওভার। যতোটুকু সময় খেলা হয়েছে তাতেই শ্রীলঙ্কা হারিয়েছে ৫ উইকেট।

বিপর্যয়ের মধ্যে এক প্রান্ত আগলে টিকে থাকেন নিসানকা। প্রথম টেস্টে অভিষেকেই সেঞ্চুরি করা ২২ বছর বয়সী ব্যাটসম্যান দ্বিতীয় টেস্টে অপরাজিত ৪৯ রানে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা প্রথম সেশনেই আউট হন।

শ্যানন গ্যাব্রিয়েলের শর্ট বলে চান্দিমাল উইকেট হারানোর পর জার্মেইন ব্ল্যাকউডের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন ডি সিলভাও। তৃতীয় দিন শেষে উইকেটে পাথুম নিসানকার সাথে টিকে আছেন লাসিথ এমবুলদেনিয়া।

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৩৫৪ ( ব্রাথওয়েট ১২৬, মেয়ার্স ৪৯, কর্নওয়াল ৭৩) লাকমাল ৪/৯৪,  শ্রীলঙ্কা: ২৫০/৮            ( থিরিমান্নে ৫৫,পাথুম নিসানকা ৪৯* )

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img