লিটন দাশ এখনো সুযোগ পাননি। প্রথম তিন ম্যাচে বেঞ্চে থাকার পর দিল্লি ক্যাপিটালসের সবশেষে ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে দ্য ফিজের অন্তর্ভুক্তিতেও হার এড়াতে পারেনি দিল্লি। আইপিএলের চলমান আসরে তারাই একমাত্র দল যারা এখনো কোনো জয় পায়নি। টানা চার ম্যাচে হারা দলটার শনিবারের প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্সর বেঙ্গালুরু।
টুর্নামেন্টের শুরুতে দিল্লির এমন ভরাডুবির কারণ ব্যাটিং ব্যর্থতা। ওপেনার পৃথ্বী শ রানে নেই, অধিনায়ক ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়ে আছে সমালোচনা। শুধু অক্ষর প্যাটেল ছাড়া কেউই বলার মতো কিছু করতে পারছেন না। দিল্লির ব্যাটিং শক্তি বাড়াতেই একাদশে জায়গা পেতে পারেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ।
𝓑𝔂 𝓲𝓷𝓿𝓲𝓽𝓪𝓽𝓲𝓸𝓷 𝓸𝓷𝓵𝔂: Namma Bengaluru's most happening club this Saturday afternoon💃🕺
Hit ❤ to RSVP for this party!#YehHaiNayiDilli #IPL2023 #RCBvDC @davidwarner31 pic.twitter.com/GdDZNEGaHI
— Delhi Capitals (@DelhiCapitals) April 15, 2023
মার্শ ফিরলে খুব স্বাভাবিকভাবেই একজন বিদেশী ক্রিকেটারকে থাকতে হবে একাদশের বাইরে। নামটা মুস্তাফিজ হলেও খুব বেশি অবাক হওয়ার মতো হয়তো কিছুই থাকবে না। তবে বেঙ্গালুরুর বিপক্ষে দিল্লি একাদশে একজন বাঁহাতি পেসার থাকলেও সেটা মুস্তাফিজের হওয়ার সম্ভাবনাই বেশি।
আইপিএলের চলমান আসরে নিজের খেলা প্রথম ম্যাচে খুব বেশি খারাপ বোলিং করেননি মুস্তাফিজ। ৪ ওভারে ৩৮ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। বেঙ্গালুরুর বিপক্ষে দিল্লি মাঠে নামবে শনিবার বিকেল চারটায়।