১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

ব্যাটে-বলে দুর্দান্ত সৌম্য, অবশেষে রান পেলেন ইমরুল

- Advertisement -

সিলেটে চলছে ইনডিপেন্ডেন্স কাপ, দুই ভেন্যুতে মুখোমুখি চার দল। ব্যাট, বল হাতে আলো ছড়িয়েছেন বেশ কয়েকজন, তবে আলাদা করে বলতে হয় সৌম্য সরকার, ইমরুল কায়েসদের কথা। দক্ষিণাঞ্চলের বিপক্ষে দশ ইনিংস পর অর্ধশতকের দেখা পেয়েছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি ওপেনার। অন্য ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে ব্যাট হাতে চল্লিশ রান করার পর সৌম্য তুলে নিয়েছেন দুইটি উইকেটও। সৌম্যের মধ্যাঞ্চল জিতলেও, হেরেছে ইমরুলের পূর্বাঞ্চল।

পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মধ্যকার ম্যাচে দীর্ঘ সময় পর ব্যাট হাতে তামিম ইকবাল, ভক্ত সমর্থকদের নয় রান করে করেছেন নিরাশ। আশরাফুলও পাননি রানের দেখা। মুস্তাফিজুর রহমান বল হাতে নিয়েছেন তিন উইকেট, মাহেদি হাসান-নাসুম আহমেদ মিলে একটি করে। নাঈম হাসান-আফিফ হোসেন মিলে তিনটি উইকেট নিলেও অপরাজিত ৩৭* রানের ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন মাহেদি।

ফিজ নিয়েছেন তিন উইকেট

আরেক ম্যাচে সৌম্য সরকারের ৪০ রানের ইনিংস ছাড়াও আব্দুল মজিদ করেছেন ৫৩ রান, মোসাদ্দেক হোসেন ৫৪, আল আমিন ৪৩ এবং সাকিব আল হাসানের ব্যাট থেকে এসেছে ৩৩ রান। ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও, খেলেছেন ৪৩ রানের ইনিংস। নাঈম ইসলামের ব্যাট থেকে এসেছে ৭২ রান। বল হাতে সাকিব নিয়েছেন এক উইকেট, মোসাদ্দেক-সৌম্য দুইটি করে, মৃত্যুঞ্জয় চৌধুরী তিনটি।

বেশ কয়েকজন আলো ছড়ালেও দিন শেষে ইমরুল এবং সৌম্যের পারফরম্যান্সটা ভক্ত সমর্থকদের মনে স্বস্তি ফেরাতেই পারে। পরবর্তী ম্যাচগুলোতেও বজায় থাকুক ধারাবাহিকতা এটাই সকলের কাম্য।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img