১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

ভারতীয় ক্রিকেটারদের দিতে হবে ইয়ো ইয়ো ফিটনেস টেস্ট

- Advertisement -

ক্রিকেটারদের ফিটনেস বিষয়ে ছাড় দেয়না কোন ক্রিকেট বোর্ডই। এ বিষয়ে আরো কঠোর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। তারপরও ক্রিকেটারদের ফিটনেস নিয়ে চিন্তিত বিসিসিআই। ফিটনেসের নতুন মাঠকাঠি নির্ধারণ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। নতুন ফিটনেস পরীক্ষায় ক্রিকেটারদের দিতে হবে ইয়ো ইয়ো টেস্ট। ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে যে, দলে স্থান ধরে রাখতে হলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে সবাইকে।

ফিটনেস পরীক্ষায় ক্রিকেটারদের ৮ মিনিট ৩০ সেকেন্ডে দৌড়াতে হবে দুই কিলোমিটার। ব্যাটসম্যানদের জন্য ছাড় মাত্র ১৫ সেকেন্ডের। ওই দুরত্ব তাদের শেষ করতে হবে ৮ মিনিট ১৫ সেকেন্ডে। আর বোলারদের জন্য ৮ মিনিট ৩০ সেকেন্ড সময় নির্ধারণ করে দিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটারদের জন্য এই ইয়ো ইয়ো ফিটনেস টেস্ট অবশ্য নতুন নয়,  এর আগেও হয়েছে এই টেস্ট। যদিও ওই সময়ে এই ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেন নি সুরেশ রায়না, আম্বাতি রাইডুসহ বেশ কয়েকজন ক্রিকেটার। তাই এবার কোহলি-রোহিত শর্মাসহ অনেকের জন্যই এই ফিটনেস টেস্ট বেশ চ্যালেঞ্জিং হবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img