৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

ভারতীয় সমর্থকের প্রশ্ন: বাংলাদেশেও কিংবদন্তি আছে?

- Advertisement -

মার্চেই ভারতে শুরু হচ্ছে ছয় দলের ‘রোড সেফটি টুর্নামেন্ট’। যেখানে অংশ নেবে  ‘বাংলাদেশ লিজেন্ডস’ নামে একটি দল। টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশ ভারতের ম্যাচ দিয়ে। খালেদ মাসুদ পাইলট, জামেদ ওমর বেলিমরা খেলবেন এই টুর্নামেন্ট এমনটাই খবর রটেছে গণমাধ্যমে।

বাংলাদেশ-ভারত ছাড়াও আরও ৪ দল অংশ নেবে এই টুর্নামেন্টে। যেখানে বাংলাদেশ লিজেন্ডস ছাড়াও নতুন দল ইংল্যান্ড লিজেন্ডস। অস্ট্রেলিয়া লিজেন্ডসের পরিবর্তীতেই মূলত সু্যোগ হয়েছে বাংলাদেশের।

ব্যতিক্রমী এই টুর্নেমেন্ট নিয়েও বাংলাদেশকে কটাক্ষ করতে ছাড়েনি ভারতীয় সমর্থকেরা। টুইটারে ভারতীয় সমর্থকের টুইট, বাংলাদেশেও কিংবদন্তি আছে!

https://twitter.com/Phd_inBakchodi/status/1364138689840914438

রোড সেফটি টুর্নেমেন্টের ম্যাচগুলোর ভেন্যু রায়পুর।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img