২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ভারতের কোচ হওয়ার পথে প্রথম পা দিলেন ধোনি?

- Advertisement -

বুধবার আসন্ন টি-টোয়েন্টিকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। দল ঘোষণায় সবচেয়ে বড় চমক মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপে ভিরাট কোহলি-রোহিত শর্মাদের মেন্টর হিসেবে দলের সাথে যাবে বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। কিন্তু, প্রশ্ন উঠেছে এটাই কি জাতীয় দলের কোচ হওয়ার পথে ধোনির প্রথম পদক্ষেপ?

কোহলি নিশ্চয়ই বাড়তি প্রেরণা পাবেন ধোনির ফিরায়

ধোনি দলের মেন্টর হওয়ায় খেলোয়াড়দের  যে বাড়তি প্রেরণা যোগাবে, সেই ব্যাপারে নিশ্চিত সকলেই। কিন্তু, চেন্নাই অধিনায়কের যে কোচিংয়ের প্রতি আছে আলাদা টান, সেটা জানেন খোদ ভারত কোচ রবি শাস্ত্রিও। এটা নিয়েই যত ভয় সুনিল গাভাস্কারের।

“রবি শাস্ত্রি জানে ধোনির যে কোচিং করানোয় আগ্রহ আছে। এটাকে সে কিভাবে নিবে তা জানিনা। যদি ধোনি-শাস্ত্রির মতামত মিলে যায় তাহলে ভারতের জন্য দারুণ ব্যাপার। কিন্তু, যদি তাদের মতের অমিল দেখা দেয়, তাহলেই সর্বনাস”- বলছিলেন গাভাস্কার

আইপিএলে এমন দৃশ্য প্রায়ই দেখা যায়

ধোনি দলে ফেরার খবরেই যে স্কোয়াডে থাকা সদস্যদের মনে দারুণ এক অনুভূতি কাজ করছে, সে ব্যাপারে নিশ্চিত ভারতীয় গ্রেট। গাভাস্কারের মতে, দলের জন্য এটা অনেক বড় ব্যাপার।

“দলে ধোনির অন্তর্ভুক্তিই খেলোয়াড়দের জন্য অনেক বড় প্রেরণা। একটাই প্রার্থনা, ধোনির সাথে শাস্ত্রির যেন কোনো মতবিরোধ না হয়। যদি তারা দুজনেই একপথে চলতে পারে, তাহলে এটা দলের জন্য অনেক বড় খবর”- ধোনির অন্তর্ভুক্তি নিয়ে গাভাস্কার

দলে ধোনির অন্তর্ভুক্তি তরুণদের জন্য বাড়তি প্রেরণার

ধোনি অবসর নিয়েছেন, খুব বেশি সময় পেরোয়নি। এত কম সময়েই আবার ফিরতে যাচ্ছেন জাতীয় দলে; ভূমিকাটা অন্য হলেও ধোনির গ্রহণযোগ্যতা যে চিরদিনই তরুণ খেলোয়াড়দের মধ্যে বেশি ছিল এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দলে ধোনির অন্তর্ভুক্তিটাকে ঠিক কিভাবে নিবেন ভারতীয় কোচ সেটা তো সময়ই বলে দেবে। কিন্তু, এই প্রশ্নটা তবুও থেকেই যায়, ‘ভারতের কোচ হওয়ার পথে কি এক পা বাড়িয়েই রাখলেন ধোনি?’

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img