২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ভারতের পাকিস্তান সফর এখনও বাতিল হয়ে যায় নি!

- Advertisement -

মঙ্গলবার বোর্ড সভা শেষে পাকিস্তানে ভারত এশিয়া কাপ খেলতে যাবে না এমন বিবৃতি দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাহী জয় শাহ। তারপরই শঙ্কা তৈরি হয়েছে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়েও। ব্যাপারটা অনেকটা এমন, ভারত এশিয়া কাপ খেলতে না গেলে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না পাকিস্তান!

তবে ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ ভারতের পাকিস্তানে সফরের সম্ভাবনা একদম ক্ষীণ হলেও এখনও বাতিল হয়ে যায় নি।

“বিশ্বকাপ খেলবে এমন সব দলকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আশা করছি প্রতিযোগিতায় অংশ নিতে সব দলই এখানে (ভারত) আসবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পাকিস্তানে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সামগ্রিকভাবে, খেলোয়াড়দের নিরাপত্তা এবং সুরক্ষা গুরুত্বপূর্ণ ব্যাপার” – বলেছেন অনুরাগ ঠাকুর

সব পরিকল্পনা অনুযায়ী চললে, ২৩ অক্টোবর মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তবে ভারতের এশিয়া কাপ খেলতে যাবে না এমন ঘোষণার পর পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার ভারতের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচ বর্জনের দাবিও জানিয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img