বিশ্বকাপ শেষ হয়েছে, টি-টোয়েন্টিতে বিশ্বক্রিকেট পেয়েছে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। সুযোগ ছিল নিউজিল্যান্ডের সামনেও, কিন্তু আরও একবার ফাইনালে হেরেই মাঠ ছাড়তে হয়েছে কিউইদের। বিশ্বকাপ অভিযান শেষে নিউজিল্যান্ড দল এখন অবস্থান করছে ভারতে; তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে। ভিরাট কোহলির মতো কেইন উইলিয়ামসনও বিশ্রাম নিয়েছেন টি-টোয়েন্টি সিরিজে। তার পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন টিম সাউদি।
JUST IN: Kane Williamson will miss the T20I series against India in order to prepare for the Test series that follows.
Tim Southee will lead New Zealand in the opening game on Wednesday #INDvNZ pic.twitter.com/XnHTmdgBx1
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 16, 2021
টি-টোয়েন্টি সিরিজে না খেললেও উইলিয়ামসন থাকবেন দলের সাথেই, খেলবেন দুই ম্যাচ টেস্ট সিরিজে। কিন্তু, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই দেশ ফিরবেন বাঁহাতি এই পেসার।
“টানা ১২ সপ্তাহ যাবত খেলছি। সকলেই গ্রীষ্মের অপেক্ষায় আছি। তাই, একটু বিশ্রাম নিয়ে সতেজ হয়ে ফিরতে চাই”- বলছিলেন বোল্ট
কানপুরে ২৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট, শেষ টেস্ট ৩ ডিসেম্বর মুম্বাইয়ে।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল
টিম সাউদি (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ডেরিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট, ইশ সোধি, অ্যাডাম মিলনে