৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ভারত টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক রোহিত!

- Advertisement -

বিদায়ের ঘন্টা বেজেছে আগেই, আনুষ্ঠানিকতার ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে ভিরাট কোহলির দল। এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে কোহলি অধ্যায়। টস করতে এসে ভিরাট কোহলি জানালেন কে হতে পারেন পরবর্তী অধিনায়ক।

“এখন সময় নতুনদের জায়গা করে দেয়ার এবং সামনে এগিয়ে যাওয়ার। অবশ্যই পরবর্তী অধিনায়ক হিসেবে রোহিত বিবেচনায় আছে এবং সে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে”- ভারতের নতুন ক্যাপ্টেন প্রসঙ্গে কোহলি

দল বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও সকলে যেভাবে খেলেছেন তাতে বেশ গর্বিত ভারতীয় অধিনায়ক, “এটা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় যে ভারতের মতো একটি দলে অধিনায়ক হিসেবে আমি সুযোগ পেয়েছিলাম এবং নিজের সর্বোচ্চটুকু দেয়ারও চেষ্টা করে গিয়েছি। আমার দল যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত”

অধিনায়ক হিসেবে কোহলি ছিলেন দুর্দান্ত

অধিনায়ক হিসেবে নিজের ৫০তম ম্যাচটাই হতে যাচ্ছে কোহলির শেষ ম্যাচ। ব্যাট হাতে এই সময়ে ১৩ অর্ধশতকে কোহলি করেছেন ১৫৭০ রান। সুখস্মৃতি রয়েছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো দলগুলোর বিপক্ষে সিরিজ জয়ের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img