২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ভালো আছেন আবিদ আলী 

- Advertisement -

হৃদযন্ত্রের জটিলতার কারণে বুকের ব্যাথা অনুভব করায় মঙ্গলবার ম্যাচ চলাকালীন সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার আবিদ আলী। বর্তমানে ভালো আছেন তিনি। তবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আবিদকে। সুস্থ অনুভব করার পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি ভক্তদের কাছেও দোয়া চেয়েছেন ডানহাতি এই ব্যাটার।

“সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ । আমি এখন ভালো আছি । যদিও আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আমি আমার পরিবারের সদস্য, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াপ্রার্থী”- বলছিলেন আবিদ       

মাঠ ছাড়ার আগে ছিলেন ৬১ রানে অপরাজিত

মঙ্গলবার, করাচিতে কয়েদ-ই-আজম ট্রফির শেষ রাউন্ডের ম্যাচ চলাকালীন হাসপাতালে নেয়া হয়েছিলো পাকিস্তান ওপেনার আবিদ আলীকে, আছেন চিকিৎসকের পর্যবেক্ষণে। অর্ধশতক করতেই অনুভব করছিলেন ব্যথা, ফলে ৬১ রান করতেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি।

সম্প্রতি, বাংলাদেশ সফর শেষ করে দেশে ফিরেছেন পাকিস্তান টেস্ট দলের এই ওপেনার। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচে ৮৮ গড়ে ২৬৩ রান করার পর ধারাবাহিকতা বজায় রেখেছিলেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগেও। এই বছরে প্রথম শ্রেণির ক্রিকেটে ছয়টি ম্যাচ খেলেছেন আবিদ, তিন সেঞ্চুরি এবং ৫২ গড়ে করেছেন ৭৬৬ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img